পাশ করানোর দাবীতে আবার বিক্ষোভ শিলিগুড়ির হাইস্কুলে

নতুন গতি : বিক্ষোভের পর বিক্ষোভ। আজ শিলিগুড়ি সর্বসাথী হাই ইষ্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালেন।তাদের দাবী তাদের অন্যায়ভাবে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তারা দাবী করেছেন তাদের সবাইকে পাশ করিয়ে দিতে হবে।এই দায়িত্ব ইষ্কুলকে নিতে হবে।তাদের দাবী এত খারাপ ফলাফল তারা করেন নি যে তাদের ফেল করতে হল। ফেল করবার কারনে তাদের এই বছর নষ্ট হয়ে যাবে। তাই তাদের সবাইকে পাশ করানো দরকার। আজ সকাল থেকেই তারা ইষ্কুলের সামনে অবস্থান বিক্ষোভ করে। তাদের সাথে এই বিক্ষোভে যোগ দেন তাদের অভিভাবকেরাও।তারা দাবী জানান অবিলম্বে তাদের বিষয়ে সিদ্ধান্ত ইষ্কুল কতৃপক্ষে নিতে হবে। যারা পাশ করেছে তাদের থেকে তারা কোন অংশেই কম যান না। এত খারাপ ফলাফল তাদের হতেই পারে না। এদিকে এই বিষয়ে ইষ্কুলের প্রধান শিক্ষিকা সোমালী স্যান্যালকে জিঞ্জাসা করলে তিনি জানান আমি আমার সাধ্যমত চেষ্টা করবো।আর সবটা আমার হাতে নেই।ওদেরকেও ওদের কোথায় ভুল হয়েছে সেটা বুঝতে হবে। আমি কলকাতায় রিভিউ করতে দিয়েছি দেখা যাক কি হয়।