|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:২৫ আগস্ট
রাস্তার দাবীতে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। মঙ্গলবার মালহের চাঁচল ২ নং ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েত অফিসের ঘটনা। বিক্ষোভের জেরে পঞ্চায়েত অফিসে আটকে পড়েন পঞ্চায়েত কর্মীরা।
এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে রাস্তার অবস্থা কঙ্কালসার।
বর্ষাকালে অল্প বৃষ্টিতে রাস্তায় জমে যায় কাদা। কোথাও কোথাও ছোটো ডোবার আকার ধারন করে বলে দাবী বাসিন্দাদের।
এলাকাবাসী সাকির আলীর অভিযোগ, গৌড়হন্ড হইতে সদরপুর পর্যন্ত প্রায় চার কিমি পথ নির্মানহীন অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে কাচা রাস্তাটিতে কাদায় পরিনত হয়ে নিত্যযাতায়তে চরম দুর্ভোগে পড়তে হয় বলে অভিযোগ। ওটি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা, প্রায় আট-দশটি গ্রামের মানুষের জীবিকানির্বাহের এই রাস্তাটি ভরসা।
হাটুকাদা হলেই প্রসূতি বা অন্য কোনো রোগী নিয়ে যাওয়ার জন্য চরম সমস্যায় পড়তে হয়। নিশ্চয়যান প্রবেশ করতে নারাজ হয় বলে জানান বাসিন্দা আজাদ আলী।
এদিন রাস্তা তৈরীর দাবীতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ চার ঘন্টা বিক্ষোভের পর পঞ্চায়েত প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত হয়ে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।
বর্ষাকালে যাতায়াত জন্য অস্থায়ীভাবে কাজ করা হবে। পঞ্চায়েত অফিসে ওই রাস্তাটির জন্য আলোচনা করা হচ্ছে। আগামী তিনমাসের মধ্যে ঢালাই করা হবে বলে আশ্বস্ত করেছেন গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান জয়ন্ত সরকার।