টেট উত্তীর্ণকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন SFI ও DYFI এর

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কোলকাতা করুণাময়ীতে টেট উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের দাবিতে অনশন ও আন্দোলন করছিলেন। গতকাল মধ্য রাত্রে হঠাৎই পুলিশ অভিযান চালিয়ে সেই অনশন তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে। বেশ কয়েকজন চাকরি প্রার্থী আহত হন এবং পুলিশ বেশ কিছু চাকরি প্রার্থীকে আটকও করে বলে অভিযোগ ।

    উক্ত ঘটনার প্রতিবাদে DYFI ও SFI এর পক্ষ থেকে শুক্রবার খয়রাসোল বাজার, বাসষ্ট্যান্ড, থানা মোড় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল পরিক্রমা শেষে স্থানীয় বাসষ্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়।মিছিলে নেতৃত্ব দেন DYFI খয়রাসোল ব্লক সম্পাদক দীনবন্ধু সাহা ও সভাপতি দয়াময় বাগ্দী সহ অন্যান্য নেতৃত্ব।
    অন্যদিকে রাজনগর ব্লক এলাকায় ও উক্ত ঘটনার প্রতিবাদে SFI ও DYFI-র রাজনগর লোকাল কমিটির তরফে স্থানীয় রাজনগরে বিক্ষোভ প্রদর্শন সংগঠিত হয় । এখানে উপস্থিত ছিলেন DYFI-র রাজনগর লোকাল কমিটির সম্পাদক ধনঞ্জয় লোহার , সভাপতি লখিরাম হেমরম, বাম নেতা শুকদেব বাগদী সহ অন্যান্যরা।