|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: বেসরকারি স্কুলগুলি খোলার দাবিতে সোমবার দুপুরে মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) অফিসের সামনে বিক্ষোভ দেখায় ন্যাশনাল কাউন্সিল ফর আন-এইডেড স্কুল অর্গানাইজেশন। সংগঠনের নেতৃত্বদের পাশাপাশি বেশকিছু পড়ুয়াও এদিন এই আন্দোলনে শামিল হয়েছে। সংগঠনের বক্তব্য, করোনা আবহে প্রায় আট মাস ধরে সমস্ত বেসরকারি স্কুল বন্ধ। ফলে পড়ুয়ারা শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। পাশাপাশি স্কুল বন্ধ থাকায় বেসরকারি এই সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও বেতন না পেয়ে আর্থিক সংকটাপন্ন। এ কারণেই বেসরকারি স্কুলগুলি খোলার অনুমতি আদায়ে এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়েছে। একটি দাবিপত্রও জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে তুলে দেওয়া হয়।