কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে লালগোলা ব্লকে প্রতিবাদ প্রদর্শনী

কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে লালগোলা ব্লকে প্রতিবাদ প্রদর্শনী

     

     

     

    আব্দুস সামাদ, জঙ্গিপুর- কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ প্রদর্শন রাজ্যের সাথে তাল মিলিয়ে তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলা লালগোলা ব্লকে প্রতিবাদ প্রদর্শনী করলেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস। কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের প্রতিবাদে নামে। প্রতিবাদ রালিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সংসদ জনাব খলিলুর রহমান। তিনি আজকের এই রালি থেকে জানান লালগোলার মানুষ তথা লালগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কৃষি বিলের বিরুদ্ধে এই বিলের প্রতিবাদে আজকের এই রালীতে মানুষ স্ফূর্তভাবে যোগদান। তাতে আমি খুব আনন্দিত এবং আপ্লুত। জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভাশিস রায় সহ তিনি জানান কেন্দ্র সরকার তথা বিজেপি সরকার কৃষকদের অধিকার কে হরণ করছে এবং এই বিলের মধ্য দিয়ে কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি জানান শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারত বর্ষ জুড়ে কৃষকদের পাশে থেকে নেতৃত্ব দিচ্ছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের লালগোলার বিশিষ্ট সমাজসেবী সাইফুদ্দিন।সহ জেলা পরিষদ মেম্বার হযরত আলী ও উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব গ্রাম ও পঞ্চায়েত কর্মী সমর্থকরা।