আবেদনপত্র জমা দিতে না পেরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

আবেদনপত্র জমা দিতে না পেরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

    অতনু ঘোষ ও মৃনাল কান্তি মণ্ডল, পূর্ব বর্ধমান : চাকরি প্রার্থীদের অবরোধ। বর্ধমানের গোলাপবাগ সংলগ্ন বনদপ্তর অফিসের সামনে বিক্ষোভ দেখাল চাকরি প্রার্থীরা। বন সহায়ক পদের জন্য বর্ধমানের গোলাপবাগে বন দপ্তরে আবেদনপত্র জমা দিতে না পেরে বিক্ষোভ দেখাল একদল চাকরি প্রার্থীরা। আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়ার তারিখ ছিল, অথচ বনদপ্তর এর সামনে আজ নোটিস ঝুলানো হয় যে ৩০ শে জুলাই থেকে আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেয়া হবে। এই নোটিশ আগে ছিল না এমনটাই দাবী করছেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। এই নোটিশ দেখে আবেদনপত্র জমা দিতে না পেরে তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই অবরোধের জেরে বহুক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে এই অতিমারীর সময় এইভাবে আবেদন পত্র জমা না নিয়ে অনলাইনে কি আবেদন পত্র জমা নেওয়া যেত না? এটাই একটা বড় প্রশ্ন চিহ্ন? বিক্ষোভে অংশ নেয় প্রায় কয়েক’শ চাকরিপ্রার্থী।