|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সহ অন্যান্য কোভিড চিকিত্সাকেন্দ্র গুলির বেহাল পরিকাঠামোর প্রতিবাদে মেদিনীপুর জেলাশাসক অফিসের গেটে বিক্ষোভ দেখাল জেলা যুব কংগ্রেস। যুব কংগ্রেসের কর্মীরা মিছিল করে জেলা শাসক অফিসের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান। এদিনের বিক্ষোভ মিছিল থেকে জেলার করোনা চিকিৎসা কেন্দ্রগুলির বেহাল দশার প্রতিবাদ এবং কেশপুর সহ জেলার অন্যান্য জায়গা থেকে বেআইনী অস্ত্র উদ্ধার সহ দুষ্কৃতীদের গ্রেফতার করে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার দাবী জানান।
সেই সঙ্গে কৃষি বিলের প্রতিলিপি পুড়িয়ে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন প্রত্যাহার করার দাবী তোলেন এবং কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে জেলা শাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুল, সহ সভাপতি শুভাশিস পন্ডা, অনুপম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।