তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দলের সদস্যদের অবস্থান বিক্ষোভ

তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দলের সদস্যরা অঞ্চল অফিসে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোপ দেখান

    শেখ আরেফুল, নতুন গতি : পূর্ব মেদিনীপুর ৪নং হোড়খালী অঞ্চলের প্রধান করবী কালসার বিরুদ্ধে দলের পঞ্চায়েত সদস্য সেক আবুল হাসানের নেতৃত্বে দলীয় পতাকা হাতে নিয়ে অবস্থান বিক্ষোপ দেখান,আজকে অঞ্চলে রাস্তা নিয়ে টেন্ডার ডেকে ছিলেন প্রধান, এই টেন্ডার কে কেন্দ্র করে সমস্যার সুত্র পাত পঞ্চায়েত সদস্য গন বলেন আমাদের কে অন্ধ কারে রেখে কাজ চলছে, প্রধান বলেন আমি মিটিং ডেকে ছিলাম, সদস্য গন বলেন কেন্দ্রের বিজেপি সরকার যে ভাবে বঞ্চনা করছে বাংলা কে অনুরূপ ভাবে প্রধান বিভিন্ন গ্রাম সংসদ কে সর্বজনবিদিত সমাজিক উন্নয়ন থেকে বঞ্চিত করছে বিমাতৃসুলভ ভাবে হিটলারের কায়দায় অঞ্চল চালাচ্ছে, সুতাহাটা থানার এস. আই অফ স্বপন ভৌমিক বিষয়টি দেখেন, সুতাহাটার-বি .ডি ও সঞ্জয় সিকদার মহাশয় কে ফোন করে বিষয়টি জানান, প্রায় ১ ঘন্টা ধরে প্রধান সহ অফিস স্টাফরা বাইরে দাঁড়িয়ে থাকে , এর আগেও নানা বিষয় নিয়ে সদস্যারা অভিযোগ করেছিল রাস্তা থেকে সাবমার্সিবল আম ফানের মত বিষয় ছিল,
    সদস্যরা বলেন আমরা বি ডি ও সহ প্রধান কে লিখিত দিয়ে ছিলাম, কাজ না হওয়ায় বাধ্য হয়ে আজ আমরা প্রতিবাদ করছি, অবশেষে বি ডি ও সাহেবের হস্তক্ষেপে টেন্ডার স্থগিত হয়, অবস্থান বিক্ষোপ উঠে।