নিয়োগের দাবিতে প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে শিক্ষক পদপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ

মহঃ মফিজুর রহমান , নতুন গতি, উত্তর ২৪ পরগণা : শীঘ্রই নিয়োগের দাবিতে উত্তর ২৪ পরগণা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা । তাদের বিক্ষোভে আজ সারাদিন সরগরম থাকে বারাসাতের প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবন সংলগ্ন এলাকা । কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যে বিশাল পুলিশ মোতায়েন রাখে প্রশাসন । দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষোভকারী শিক্ষক পদপ্রার্থীরা।

    বিক্ষোভকারীদের অভিযোগ , ২০০৯ সালে ১০ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলে তাদের নাম থাকা সত্ত্বেও আজও তাদেরকে নিয়োগ করেনি রাজ্য সরকার । অথচ ২০১৪ সালে ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলে নাম থাকা প্রার্থীদের হাতে হাতে নিয়োগপত্র দেওয়া হয়েছে । বিক্ষোভকারীদের আরও অভিযোগ , এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে , কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের এমন নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যত অগ্রাহ্য করে এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের নিয়োগ আটকে রেখেছে রাজ্য সরকার । শীঘ্রই নিয়োগ না করা হলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ।