|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের বেসরকারি করণের প্রতিবাদে রবিবার বিকেলে কেশপুর বাজারে কেশপুর বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল হয়। মিছিলে কেশপুর এলাকার যুব কংগ্রেস কর্মীরা যোগদান করে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে কেশপুর বাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেশপুর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি নাসির আলী , শেখ রাজু, মীর আরিফ, সেখ আজহারউদ্দিন, শেখ সাইফুল, সেখ মুসলেম আলী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।