|
---|
আজিম সেখ,নতুন গতি, বীরভূম:-
কৃষক অর্ডিন্যান্স বাতিল, কৃষি ঋণ মুকুব, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষি পণ্যের মূল্য নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে সারা দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তারই অঙ্গ হিসাবে আজ সারা ভারত কৃষক সভার
রামপুরহাট ১ নম্বর ব্লকের খরুণ পঞ্চায়েত,বড়শাল পঞ্চায়েত, কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত,ছাড়াও নলহাটি ব্লক, ময়ূরেশ্বর ব্লক, সিউড়ি ব্লক ,নানুর ব্লক,
লাভপুর ব্লক, এর বিভিন্ন পঞ্চায়েতের ডেপুটেশন দেন বামপন্থী কর্মীরা।
কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে এদিন তাদের দাবিগুলো ছিল ১) কর্পোরেট লুন্ডনের দলিল কৃষি বাণিজ্য অর্ডিন্যান্স বাতিল করো।
২) অত্যাবশ্যকীয় আইন সংশোধন করে কালোবাজারি ও মজুদকারীকে বৈধ করা চলবে না।
৩)মোট উৎপাদন খরচের দেড়গুণ দামে গ্রামে গ্রামে ক্যাম্প করে প্রকৃত চাষির থেকে শস্য কেনা সুনিশ্চিত করতে হবে।
৪) চুক্তি চাষের নামে কর্পোরেটদের হাতে কৃষকের জমি তুলে দেওয়া চলবে না
৫) সমস্ত কৃষকদের সব ধরনের কৃষি ঋণ মুকুব করতে হবে।
৬) সুপার সাইক্লোন আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। দ্রুত যথাযথ ত্রাণ ও পুনর্বাসনপ্যাকেজের ব্যবস্থা করতে হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৭)P.M-krishan নিধি প্রকল্পের ৬০০০টাকা এবং রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের ৫০০০টাকা প্রতিটি কৃষককে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৮) লকডাউন জনিত সংকটের কারণে এমন সমস্ত পরিবারকে মাসে ৭৫০০ টাকা দিতে হবে।ভাগচাষী ও চুক্তি চাষিরা যাতে সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে।
৯) মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে । সমস্ত করোনা আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিতে হবে।
১০) খেতমজুর সহ গরিবদের রোজগার ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরি দিতে হবে। কৃষিকাজ রোজগার প্রকল্পের আওতায় আনতে হবে।
এছাড়াও রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট সংগঠনের কর্মীরা স্থানীয় দাবি রাখেন যেমন- ১)কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের আমফানে ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা দিতে হবে।
২) প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রাপকদের তালিকা দিতে হবে গত আর্থিক বছরে।
৩) বিগত বছরের MGNRGA প্রত্যেকটি সংসদের শেষ হওয়া কাজের ব্যয় বরাদ্দ সহ তালিকা দিতে হবে।
৪) সমস্ত সংসদে সমস্ত পাড়ায় পাড়ায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
রামপুরহাট ১ নম্বর ব্লকের বামফ্রন্ট কৃষক সমিতির পক্ষে মিস্টার শেখ, আব্দুল আলীম, স্বপন কুমার পাল, সম্রাট শেখ, কাসেদ শেখ সহ আরো কর্মীবৃন্দ উপস্থিতিতে কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে একটি স্মারকলিপি জমা দেন।কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় আজকে বামফ্রন্টের কর্মীরা বেশ কিছু দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। খুব ভালো দাবি নিয়ে তারা এসেছেন ।এলাকার উন্নয়ন হোক এটা আমরা চাই। আমরা যথারীতি তাদের স্মারকলিপির দাবি-দাওয়া পূরণ করব।