পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শালবনীতে বিক্ষোভ কর্মসূচি ও তৃণমূল কংগ্রেসে যোগদান

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এবং অপরিপক্ক নীতির জন্য অস্বাভাবিক পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, মুখ থুবড়ে পড়া অর্থনীতি , অনৈতিক কৃষি বিল এবং দেশ জুড়ে অগণতান্ত্রিক পরিবেশ ও বিরোধীদের ওপর হামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলো শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস। এছাড়াও এদিন বিক্ষোভ কর্মসূচি মঞ্চে বিজেপি থেকে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

    এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন
    শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ , মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্পনা সিট ,পঞ্চায়েত সমিতির সভাপতি মীনু কোয়ারী ,পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কাসেম খান ছাড়াও সমস্ত ব্লক অঞ্চল ও সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব বৃন্দ ও সমস্ত বুথ কর্মীবৃন্দ