ডেঙ্গু সচেতনতা অবলম্বনে বাগনান কলেজে চিকিৎসা শিবির।

লুতুব আলি, নতুন গতি : ডেঙ্গু সচেতনতা অবলম্বনে বাগনান কলেজে চিকিৎসা শিবির। হাওড়ার বাগনান কলেজে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এই চিকিৎসা শিবিরের প্রারম্ভে অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন ও স্বাগত ভাষণ দেন বাগনান কলেজের অধ্যক্ষ ড. বাদল কুমার মাইতি। পুরোদমে বর্ষা শুরু না হলেও বর্ষার সময়ে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে সে ব্যাপারে বাগনান কলেজ অনেক সচেতন। হাজার হাজার ছাত্রছাত্রীদের মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরাও আলোকপাত করেন। এই চিকিৎসা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: অপরূপ ঘোষ, ডা: দীপান্বিতা দাস, ডা: বিপ্লব জানা, ডা: সুপর্ণা ঘোষ, ডা: গৌরী ভট্টাচার্য, ডা: আখলাক আহমেদ সহ কলেজের অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিক এবং কর্মীবৃন্দ। বাগনান কলেজে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হওয়ায় কলেজের ছাত্র-ছাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।