ডেঙ্গু ও বাল্যবিবাহ সচেতনতার র‍্যালি কেশপুরের খাসবাড়ে

নিজস্ব সংবাদদাতা , কেশপুর: ডেঙ্গু রুখতে ও ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে শারদীয়া উৎসবের মাঝে পথে নামল কেশপুর ব্লকের খাসবাড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মহাষষ্ঠীর বিকেলে খাসবাড় হাইস্কুলের ছাত্রছাত্রী, দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই ডেঙ্গু নিয়ে সচেতনতা র‍্যালিতে অংশগ্রহণ করে। এছাড়াও এদিন র‍্যালিতে বাল্যবিবাহ সচেতনতার প্ল্যাকার্ড ও পোস্টার হাতে ছিলো বিদ্যালয়ের পড়ুয়াদের। দুর্গোৎসব কমিটির সম্পাদক চঞ্চল হাজরা বলেন, ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্যই মানুষকে সচেতন করতে আমাদের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম এই প্রয়াস। এছাড়াও এদিন তিনি বলেন, বাল্য বিবাহ সমাজের একটা বড় অভিশাপ।

    এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে সমাজকে। সেই জন্য উৎসবের মাঝেই আমরা মানুষকে সচেতন করতে আমরা এগিয়ে এসেছি। এদিন কেশপুর থানার ASI সেখ আব্দুল কালাম ,উপপ্রধান নীলমাধব পোড়‍্যা, পঞ্চায়েত সমিতি সদস্য শ্রীমতী মুরমু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।