মাতলার প্রধানের উদ্যোগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ এবং ড্রেনের জল নিকাশি ব্যাবস্থা

সাকিব হাসান,ক্যানিং: ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ এবং সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় ড্রেনের জল নিকাশি ব্যবস্থা ও রাস্তার দু’ধারে আগাছা জঞ্জাল পরিষ্কার এর উদ্যোগ নিয়েছে মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘড়ুই।

    সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় এন.আর.ই.জি.এস.এর প্রকল্পের মাধ্যমে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন তিনি। সামান্য বর্ষা হলে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, সেজন্য আগাছা নির্মূল করে মশা মাছির উপদ্রব কমানো এবং জল নিকাশি ব্যবস্থা সুন্দর করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সার্বিক সমস্যার সমাধানের কাজ সম্পন্ন হবে বলে জানান মাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। সুন্দরবনের কবি ও সমাজসেবী ফারুক আহমেদ সরদার ও এই সমস্ত কাজের লেবারদের কে সুরক্ষা দেওয়ার জন্যে জীবাণুনাশক সাবান উপহার দিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।