|
---|
নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি :শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গু,অথচ কোন উদ্যেগ নিচ্ছে না প্রশাসন,সারা শিলিগুড়িতে উঠেছে একই অভিযোগ।ডেঙ্গু নিয়ে মেয়র কেন কোন পদক্ষেপ নিচ্ছেন না এই অভিযোগ করেছেন গোটা শহরের মানুষ।গত সাত দিনে শিলিগুড়িতে মশার উপদ্রব বেড়েছে অনেকটাই।মেয়রের ওয়ার্ডেই মশার দাপট সবচাইতে বেশী বলে অভিযোগ সাধারন মানুষের।মেয়র সব ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন অথচ মশা দমন করতে কোন পদক্ষেপ নিচ্ছেন না বর্তমান পুরসভার বিরুদ্ধে অভিযোগ সাধারন মানুষের।শিলিগুড়ি এবং গোটা শহর এবং শহরের বাইরের মানুষের একটাই অভিযোগ এত মশা বেড়েছে অথচ পুরসভার পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না।এদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন শিলিগুড়িতে মশার উপদ্রব বেড়েছে এটা ঠিক তবে পুরসভার পক্ষ থেকেও যথেষ্ট চেষ্টা করা হচ্ছে।একটু সময় লাগবে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র।