উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

উত্তরবঙ্গ: করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এবার জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

    উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে কিছুদিন আগে শিলিগুড়ি সংলগ্ন খড়িবারির ডেঙ্গুর উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে বর্তমানে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে তারা অনেকটাই সুস্থ রয়েছেন ভালো রয়েছে।

    জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ইতিমধ্যেই ডেঙ্গুর মোকাবিলা করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সমস্ত স্বাস্থ্যকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।