2014 সালে টেট পাস প্রশিক্ষিত কিন্তু নট ইনক্লুডেড প্রাথমিক প্রার্থীদের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে ১১ই নভেম্বর,২০২০ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন,”রাজ্যে PTET-2014 উর্ত্তীন প্রার্থী রয়েছে প্রায় ২০,০০০। সেখান থেকে 16,500 প্রার্থীকে অতিসত্ত্বর নিয়োগ করা হবে এবং সেই 20,000 এর মধ্যে যারা বাকি রয়ে যাবেন তাদেরও নিয়োগ ধাপে ধাপে হবে”।

     

     

    নট ইনক্লুড প্রার্থী অদ্বৈত রানা বলেন-সময়মতো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে ইন্টারভিউ হয়,যথাযথ সময় অনুযায়ী চলতি বছরে 16 ফেব্রুয়ারি প্রথম মেধাতালিকায় প্রকাশিত হয়।তাতে কিছু জন Included হন এবং আরো কয়েক হাজার প্রার্থী Not Included হন।
    মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে যে মেধাতালিকা টাঙানো হয়,সেই তালিকা হিসেব করে আমরা বুঝতে পারি 12,000 এর থেকে কিছু বেশি প্রার্থীর নাম তালিকায় রয়েছে। আরো জানতে পারি এ রাজ্যে প্রাথমিকে শূন্যপদের সংখ্যা প্রায় 20,000।কিন্তু সাত আট মাস কেটে গেলেও বর্তমানে অধিকাংশ প্রার্থী নট ইনক্লুড তালিকায় আছেন। চাকুরী প্রার্থীরা চিন্তাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন এবং বেশ কিছুজন প্রার্থীর বয়স প্রায় শেষের দিকে। এরই পাশাপাশি আমাদের 4 জন Not Included প্রার্থী আত্মহননের পথও বেছে নেন।

    Not Included প্রার্থী দের সংগঠন “২০১৪ প্রাইমারি টেটপাস প্রশিক্ষিত নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের সিদ্ধান্ত মত মুখ্যমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পর্ষদের দৃষ্টি আকর্ষণের জন্য ‘গন চিঠি’,’গন টুইট’,’গন মেইল’,এবং বিভিন্ন সামাজিক গন মাধ্যমের সাহায্যে তারা তাদের দাবি তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর দপ্তর ও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আশানুরূপ কোনো বার্তা না পাওয়ায় তাঁরা মঞ্চের পক্ষ থেকে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে পর্ষদে গিয়ে সাক্ষাৎ করেন । তারও কোনো সদুত্তর না পাওয়ায় গনটুইট কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাই মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে।
    তাতেও কোনো সন্তোষজনক সাড়া না পেয়ে জেলা ভিত্তিক রাজ্যের প্রতিটি জেলার DPSC তে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন মঞ্চের পক্ষ থেকে।

     

    মঞ্চের পক্ষ থেকে বলেন, বাংলার ভোট-পর্ব সম্পন্ন হয়েছে,কোভিড পরিস্হিতি এখন নিয়ন্ত্রণে, এবার মাননীয়া মুখ্যমন্ত্রী যেন প্রতিশ্রুতি মত, ২০১৪ সালের প্রাইমারি টেটপাস প্রশিক্ষিত সকল Not Included  প্রার্থীদের এবছর দূর্গাপূজার আগেই নিয়োগ করে বেকার যন্ত্রণা থেকে মুক্ত করেন।