বিদ্যালয় খোলার দাবিতে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: করোনা বিধি মেনে অবিলম্বে বিদ্যালয় খোলা, অবসর শিক্ষক সহ কর্মরত শিক্ষকদের বিভিন্ন বঞ্চনা ও বদলির দুর্নীতির প্রতিকার চেয়ে ১৪দফা দাবিতে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক এর নিকট ডেপুটেশন ও পরিদর্শক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ হয় বৃহস্পতিবার।

    অবস্থান-বিক্ষোভ এর আগে মেদিনীপুর শহরের বার্জ টাউন থেকে দীর্ঘ চার কিলোমিটার বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিদ্যালয় বন্ধ রাখার ভ্রান্ত নীতির প্রতিবাদে বিক্ষোভ জানানো হয়।এছাড়াও অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করা, সাধারণ পেনশন ও রিভাইজড পেনশন দিয়ে হয়রানি বন্ধ করা, প্রতিটি বিদ্যালয়ের শ্রেণী ভিত্তিক শিক্ষক, সিনিয়র শিক্ষকদের লেভেল 10 এর অবসান ঘটানো, মিড ডে মিলে রান্না করা খাবার বিতরণ, অর্থের সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্র-ছাত্রীদের পোশাক বিতরন সহ এক গুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।

    এক শিক্ষক বিশিষ্ট স্কুলগুলোকে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি,অবসর প্রাপ্ত শিক্ষকদের সমস্ত ধরনের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবী সহ অন্যান্য দাবি নিয়ে আজকের ডেপুটেশন বলে জানান নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক কম: ধ্রুবশেখর মন্ডল।