সাত দফা দাবি নিয়ে ফরওয়ার্ড ব্লকের ডেপুটেশন দুবরাজপুরে

    নিজস্ব সংবাদদাতা- সারা ভারত ফরওয়ার্ড ব্লক দুবরাজপুর লোকাল কমিটি বিডিও-কে ডেপুটেশন জমা দিল বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। বিডিও অফিসার অনিরুদ্ধ রায় সমস্ত দাবি দাওয়া গুলি মেনে নিয়ে প্রতিশ্রুতি দেন খুব শীঘ্রই সেগুলোর উপর তারা নজর আনবে। সাত দফা দাবি দাবা গুলির মধ্যে ছিল বর্তমান রাজ্যের শাসক দল সাধারণ মানুষদের কাছ থেকে যেভাবে কাটমানি আদায় করছে তা সাধারণ মানুষের স্বার্থে ফিরিয়ে দিতে হবে, বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা প্রদান করতে হবে, বর্ষার আগমন ঘটলেও বৃষ্টির দেখা নেই তাই চাষিদের চাষের যাতে সুবিধা হয় তার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে,রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে, দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিতে স্থায়ী ডাক্তারের ব্যবস্থা করতে হবে ইত্যাদি বিষয়গুলো ছিল ফরওয়ার্ড ব্লকের দাবি-দাওয়া। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন দুবরাজপুর ফরওয়ার্ড ব্লক লোকাল কমিটির সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি ও দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বিজয় বাগদি।