|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বুধবার জেলা তৃণমূল কংগ্রেস থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার (MSVP) কে ডেপুটেশন দেওয়া হলো । এই গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবীগুলো হলো করোনার টেস্ট করে 24 ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে হবে। ইমারজেন্সীতে গাদাগাদি করে মানুষদের করোনা টেষ্ট হচ্ছে , তা এক্ষুনি বন্ধ করে “নাইট সেলটার” ভবনে ট্রান্সফার করতে হবে, ঐটা বড় জায়গা, ঐখানেই সোশ্যাল ডিসটেন্স বজায় থাকবে। রোগীর পরিবারের রাত্রিকালীন আশ্রয়স্থল কে ভালোভাবে ব্যবহার করতে হবে। রাত্রে বা ছুটির দিনে পাবলিকের জন্য যোগাযোগ নং চালু করতে হবে এবং ইমার্জেন্সি পর্যবেক্ষণ ওয়ার্ড চালু করতে হবে।
এরুপ গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবী নিয়ে আজ জেলা তৃণমূলের পক্ষে ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের চেয়ারম্যান আলি আকবর খান, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, অফিস সম্পাদক মদন মোহন ভট্টাচার্য্য , জেলা তৃণমূলের মহিলা নেত্রী মৌ রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।