|
---|
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, বেলদা: মঙ্গলবার শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) বেলদা জোনাল উদ্যোগে বেলদা সার্কেলের এস আই এবং হেমচন্দ্র কানুনগো সার্কেলের এস আই কে অবিলম্বে কোভিড বিধি মেনে বিদ্যালয়ের পঠন-পাঠন প্রক্রিয়া শুরু করার আবেদন জানি ডেপুটেশন দেওয়া হয়।
এদিনের প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন এবিটিএ’র জোনাল সম্পাদক সৌমেন মণ্ডল,সম্পাদক মণ্ডলীর সদস্য সুজিত কুমার ঘোষ, বাবলু কুমার ধল এবং জোনাল কমিটির সদস্য গৌতম বেরা, প্রভাত সৎপতি, অভিষেক ব্যানার্জ্জী, তাপস পাত্র প্রমুখ শিক্ষক নেতৃত্ব।দুটি সার্কেলের দুজন অবর বিদ্যালয় পরিদর্শক এবিটিএ’র দাবি সম্বলিত স্মারকলিপি সাগ্রহে গ্রহণ করেন এবং ডি.আই. এর নিকট এই স্মারকলিপি ফরওয়ার্ড করে উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করবেন বলে আশ্বাস দেন।