বকেয়া ডিএ প্রদান সহ নানা দাবিতে মেদিনীপুর,ঘাটাল, খড়্গপুরে এবিটিএ-এর ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:বকেয়া মহার্ঘভাতা ও মহার্ঘরিলিফ দ্রুত প্রদান, দ্রুততার ও স্বচ্ছতার ভিত্তিতে শূন্যপদে নিয়োগ,সম কাজে সমবেত,পেশাগত নানা সমস্যার দ্রুত সমাধান সহ আরও অন্যান্য একগুচ্ছ দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে গোটা রাজ্যের সমস্ত ডিআই ও এডিআই অফিসে মিছিল, সমাবেশ,ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার বিকেলে। এই কর্মসূচির সাথে সাথ মিলেয়ে পশ্চিম মেদিনীপুরে এবিটিএ-এর তিনটি মহকুমা শাখার উদ্যোগে ডেপূটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর,ঘাটাল ও খড়্গপুরে। এই উপলক্ষ্যে এদিন বিকেলে মেদিনীপুর সদর মহকুমার এবিটিএ এর নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা প্রথমে রবীন্দ্রনগরে এবিটিএ এর জেলা অফিসে সমবেত হন। সেখান থেকে মিছিল করে ডি আই অফিসে আসেন। অফিসের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক জগন্নাথ খান, প্রাক্তন দুই জেলা সম্পাদক অশোক ঘোষ ও বিপদতারণ ঘোষ, মহাকুমা সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ। সমাবেশ চলাকালীন সংগঠনের একটি প্রতিনিধি দল ডিআই এর নিকট দাবী সনদ পেশ করেন। একই ভাবে ঘাটাল ও খড়্গপুর এডিআই দপ্তরে সংগঠনের মহকুমা শাখা গুলির উদ্যোগে ডেপুটেশন অনুষ্ঠিত হয়। খড়্গপুরে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সভাপতি মৃণাল কান্তি নন্দ,খড়্গপুর মহকুমা সম্পাদক প্রভাস রঞ্জন ভট্টাচার্য, সভাপতি, সুশান্ত খাঁন প্রমুখ। ঘাটালের কর্মসূচিতে নেতৃত্ব দেন ঘাটাল মহকুমা সম্পাদক সুমন ঘোষ, সভাপতি শ্রীবাস জানা, জেলা নেতৃত্ব চন্দন ভট্টাচার্য প্রমুখ।