|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ১৯শে আগস্ট পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েত অফিসে বিজেপি পার্টির পক্ষ থেকে ডেপুটেশন ছিল, সেই দিনে পঞ্চায়েত অফিসে কাজ সেরে ফেরার পথে উপ – প্রধান সাগর চন্দ্র সাহা কারখানা পথের দিকে যাচ্ছিল ঠিক শিলে পুলের কাছে পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের উপ – প্রধান সাগর চন্দ্র সাহা উপর বিজেপি গুণ্ডারা হামলা করে। ঘটনা স্থলে উপ – প্রধান সাগর চন্দ্র সাহা মাটিতে পড়ে যায়। উপ – প্রধান সাগর চন্দ্র সাহাকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষেরা। সেই মহূর্তো উপ – প্রধান সাগর চন্দ্র সাহাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৫শে আগস্ট পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের উপ – প্রধান সাগর চন্দ্র সাহার উপর বিজেপি গুণ্ডাদের হামলার প্রতিবাদে পলসোনা অঞ্চলে তৃণমূল কংগ্রেস ডাকে বিশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল শিলে গ্ৰামে। বিশাল মিছিলটি শুরু হয় শিলে গ্ৰাম,থেকে গোটা গ্ৰাম পরিক্রমা করার পর আবার শিলে গ্ৰামে মিছিলটি শেষ হয়। মিছিলের শেষে একটি প্রতিবাদ সভা হয়। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েতে সমিতির সভাপতি নিষাদ সামন্ত,ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা পিন্টু মন্ডল,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া ঘোষ,আক্রান্ত পলসোনা পঞ্চায়েতের উপ – প্রধান সাগর চন্দ্র সাহা,শ্রীবাটি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান সহ প্রমুখ। আজকের প্রতিবাদ সভা মঞ্চ থেকে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেয় এলাকায় শান্ত বজায় রাখতে হবে। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কাটোয়া থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা উপস্থিত ছিলেন।