|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা, ২৯ আগস্ট ঃ সারা ভারত কৃষক সভা(A.I.K.S),সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন(A.I.A.W.U) ও C.I.T.U ইংরেজবাজার ব্লক ,যদুপুর (২)অঞ্চল কমিটির উদ্যোগে এলাকার জনসাধারণের পেশাগত ১৯ দফা দাবির ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট ডেপুটেশন দেওয়া হলো।উপস্থিত ছিলেন কৃষক,ক্ষেতমজুর,শ্রমিক সংগঠনের অঞ্চল ব্লক ও জেলা নেতৃবৃন্দগন।অঞ্চলের গোপালপুর মোড় এলাকা থেকে সুসজ্জিত মিছিল করে পঞ্চায়েত দপ্তরের সামনে এসে (গাদুয়া মোড়)বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ও তিন সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পঞ্চায়েত প্রধানের নিকটে ডেপুটেশন তুলে দেয়।দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।