|
---|
নিজস্ব সংবাদদাতা :সেফ ড্রাইভ এই কর্মসূচীতে আজ শিলিগুড়ির জংশন মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে হেলমেট প্রদান করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।আজ দুপুরে তিনি প্রায় 103জনকে হেলমেট প্রদান করলেন।সেফ ড্রাইভের মাধ্যমে যারা হেলমেট ছাড়াই রাস্তা দিয়ে চলাচল করছেন তাদের হেলমেট এবং মিষ্টি দিলেন ডেপুটি মেয়র এবং এম এম আইসিরা। ডেপুটি মেয়র জানালেন আমাদের লক্ষই হল সবাইকে সচেতন করা যাতে কোন দুর্ঘটনা না ঘটে।আমরা নিজেরা যতটা পারি মানুষকে সচেতন করছি।আগামীদিনে গোটা শিলিগুড়িতেই এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচী চালানো হবে। এই কর্মসূচী চলবে আগামী এক বছর ধরে।এরপরে শিলিগুড়ি তিনবাতি মোড়ে এই কর্মসূচী চালানো হবে। আমাদের লক্ষ একেবারেই শুরু থেকে এই কর্মসূচীতে মানুষের যোগদান।যাতে মানুষ বুঝতে পারে হেলমেট করা কতটা জরুরী।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কাউন্সিলার শোভা সুববা এবং গার্গী রায়চৌধুরী।