দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন পালন বাগনানে।

লুতুব আলি, নতুন গতি : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন পালন বাগনানে। রাজ্যের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের উদ্যোগে পালিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিন হাওড়ার বাগনানে বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রে এদিনের এই মহতী অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু। অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাতি অধ্যাপক প্রসাদ রঞ্জন দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি প্রসুন কুমার মিত্র, প্রধান অতিথি বরুণ চক্রবর্তী, বিশিষ্ট বিজ্ঞানী অমিতাভ দত্ত, গোপাল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক প্রসাদ রঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বর্ণময় জীবন নিয়ে আলোকপাত করেন। এদিন সমাজ বন্ধু সম্মান প্রদান করা হয় বিশিষ্ট কবি ডা: সিরাজুল ইসলাম ঢালী, শিক্ষক ও কবি মধুসূদন বাগ, শিক্ষক ও খুবই শান্তনু করাতি প্রমুখদের। সম্মাননা প্রদান করেন প্রশ্ন কুমার মিত্র, বিভাস সামন্ত, হেমন্ত রায়, সৈয়দ আজিজুর রহমান। এদিন কৃষিজীবী এলাকার লক্ষী পূজা আয়োজনকারী ক্লাবগুলিকে বিশেষ সম্মাননা প্রদান করেন প্রসাদ রঞ্জন দাস, বরুণ চক্রবর্তী, গোপাল ঘোষ, গণেশ সামন্ত, নবাব মল্লিক। চন্দ্রনাথ বসু এই এলাকার আরও লক্ষী পূজা করার আবেদন জানান। এই দিন মহিলা পরিচালিত লক্ষী পূজা কমিটির হাতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছবি ও চারা গাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সকল অতিথিদের বরণ করেন মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী, শিক্ষিকা প্রিয়াঙ্কা শাসমল, শংকর অধিকারী। অনুষ্ঠানে মনন শীল কবিতা পাঠ ও সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।