|
---|
নিজস্ব সংবাদদাতা:কুশমোড়:ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিবস পালন করল স্বেচ্ছাসেবি সংস্থা “কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটি”বীরভূম জেলার পাইকর থানার কুশমোড় সব্জিহাট প্রাঙ্গনে। এই বিশেষ দিনটিকে স্বরন করে বিনামূল্যে হোমিওপাথিক চিকিৎসা শিবির ও কচিকাচাদের নিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বাউল শিল্পী প্রকাশ মুখার্জী,হোমিও চিকিৎসক ও শিক্ষক ডাঃ সজল দাস,ডাঃ বেলাল হোসেন,ক্রান্তিকারি সমাজ ভাবুক শ্রেষ্ঠ মাল,শিক্ষক মজিবুর রহমান ও সংস্থার সম্পাদক ফজল এ এলাহী। সমগ্র দিকটির পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার আহ্বায়ক শুভাশিষ ব্যানার্জি মহাশয়।