|
---|
নিজস্ব সংবাদদাতা: ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি সার রয়ে যায়। চাতক পাখির মত তাদের সমস্যার এই বুঝি সমাধান হবে এই ভেবে চেয়ে থাকে এলাকাবাসী। সোমবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের কাদাঘাটিতে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মেজিয়া ব্লক অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রতিশ্রুতি দিয়েও সেতু নির্মাণ হয়নিি। বাঁকুড়ার মেজিয়া ব্লকের কুস্তোড় পঞ্চায়েতের নাটশালা সেতু আজও নির্মাণ হয়নি। ঘটকগ্রাম মোড় থেকে কাদাঘাটি যাওয়ার রাস্তায় নাটশালার কাছে এই ভগ্ন সেতু নির্মাণের দাবি বহুদিনের। বারংবার পঞ্চায়েত থেকে ব্লক, পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদের দরজায় কড়া নাড়লেও গ্রামবাসীদের মেলেনি সুরাহা।ফলে চরম সমস্যায় ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায় ২০১৮ সালের প্রবল বৃষ্টিতে এই সেতুটি ভেঙে যায় । তারপর দীর্ঘ চার বছর উত্তীর্ণ হলেও সেতুর সমাধানে এগিয়ে আসেনি জেলা প্রশাসন। এই সেতু যাতায়াতের একমাত্র ভরসা নাটশালা, কাদাঘাটি সহ পাঁচ ছয়টি গ্রামের সাধারণ মানুষদের। তবে পূজোর আগে মাটি দিয়ে অস্থায়ী সেতু নির্মাণ করেন স্থানীয় প্রশাসন। তবে বর্ষা শুরুতেই সেই অস্থায়ী সেতু চলে যায় জলের তলায়।