|
---|
মহিউদ্দীন আহমেদ।
প্রদেশ কংগ্রেস কমিটির সোস্যাল মিডিয়া ও ডিজিট্যাল কমিউনিকেশনে বিভাগের প্রদেশ ও বীরভূম জেলায় দুই তরুন যুব নেতাকে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হলো সংশ্লিষ্ট দফতরের তরফে। বীরভূমে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র পরিষদ নেতা দেবাদিত্য দেবাংষী ও প্রদেশ কমিটিতে জাহাঙ্গীর সেখ কে। দলীয় সূত্রে জানা গেছে, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকেই জেলায় জেলায় গুরুত্ব বাড়ছে প্রাক্তন ছাত্র পরিষদ কর্মী দের। যা দলের সাংগঠনিক শক্তিকে জোড়ালো করতে সহায়ক হবে বলে মনে করছেন দলের নেতারা।
উল্লেখ্য, প্রতিটি রাজনৈতিক দলের প্রচারে এখন সোস্যাল মিডিয়াকে প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হয়। এই সোস্যাল মিডিয়া ও ডিজিট্যাল প্রযুক্তিকে কাজে লাগাতে প্রতিটি রাজনৈতিক দল দলের বাছাই করা তরুন শিক্ষিত ছেলে দের নিয়ে থাকে। কংগ্রেসের তরফে প্রদেশ ওও বীরভূমে দেবাদিত্যকে বেছে নেওয়া হয় বলে জানা গেছে।