বিধ্বংসী ইনিংস ল্যাথামের, নিউজিল্যান্ড ভারতকে ৭ উইকেটে হারালো

নিজস্ব সংবাদদাতা:  আজ ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড সফর বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এদিন প্রথমে ভারত ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩০৬ রান তোলে ৭ উইকেট হারিয়ে।শ্রেয়াস আয়ার করেন ৮০ রান, দুর্দান্ত ৭২ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান ও শুভম গীল মিলে ওপেনিং পার্টনারশিপে ১২৪ রান তোলেন। তবে আজ ব্যর্থ সূর্য কুমার যাদব, চার রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

     

     

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম তিনটি উইকেট খুব তাড়াতাড়ি হারালেও, ম্যাচ্যের হাল ধরেন ল্যাথাম ও উইলিয়ামসন। দুজনে মিলে ২০০ রানের পার্টনারশিপ করেন, সেঞ্চুরি করার পরে বিধ্বংসী ভাবে ব্যাট করতে থাকেন ল্যাথাম। বিধ্বংসী ১৪৫ রানের ইনিংস খেলেন তিনি, তার ইনিংসের সুবাদে নিউজিল্যান্ড ভারতকে প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে সাত উইকেটে পরাজিত করে।