উন্নয়নে স্বচ্ছতা আনতে মালদায় হয়ে গেল প্রশাসনিক জেলা বৈঠক

নিজস্ব সংবাদদাতা; মালদা: গতকাল প্রশাসনিক বৈঠক সারলেন রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে এবং গোলাম রাব্বানী। এদিন ১১ টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে প্রশাসনিক বৈঠক করেন তাঁরা।

    জেলার বিভিন্ন সমস্যা এবং তা কীকরে সমস্যার সমাধান করা যায় এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে আলোচনা হয় রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে।

    দুই মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অলক রাজোরিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আরটিও দপ্তর, সেচ দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। সোমবার দুই মন্ত্রী মালদায় এসে একটি রাজনৈতিক সভা করেন। গতকাল তাঁরা মালদা প্রশাসনিক ভবনে বৈঠকে যোগ দেন।

    বৈঠক শেষে মন্ত্রী সাধন পান্ডে বলেন, যানজট মুক্ত করার ব্যাপারে আরটিও দপ্তর এর সাথে আলোচনা করা হবে। তিনি আরো বলেন, প্রতিটি কাজে স্বচ্ছ মনোভাব নিয়ে আসতে হবে। কোরাপশনের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজগুলি স্বচ্ছ ভাবে করতে হবে। সাধারন মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়।