|
---|
নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক:
মাদ্রাসার উন্নতিকল্পে দুই রাত্রিব্যাপী এক মনোজ্ঞ জালসা অনুষ্ঠিত হল কালিয়াচক থানার সিলামপুরের চুড়িওয়ালা মোড়ে। জালসায় দর্শকদের সমাগম ছিল লক্ষনীয়। সোমবার জালসা শুরু হয় , বক্তা ছিলেন মৌলানা সানাউল্লাহ আল মাদানি এছাড়া মঙ্গলবার মৌলানা আবুল কালাম সালফি প্রমুখ।
এক গ্রামবাসী জুয়েল বিশ্বাস বলেন, গ্রামে জালসার গুরুত্ব অপরিসীম। এই জালসার মাধ্যমে ধর্মীয় বিভিন্ন কথা তুলে ধরেন বিশিষ্ট বক্তাগন। এছাড়া ও মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে শান্তি সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকলের মধ্যে মানবতার বার্তাকে আরো জাগরিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এই জালসায়।
জালসা কমিটির সম্পাদক মঞ্জুর আলম বলেন, জালসার মাধ্যমে বহিরাগত ও স্থানীয় বহু মৌলানার মূল্যবান ভাষনে মুসলিম সমাজের মানুষের মধ্যে ধর্মীয়, সামাজিক দিকগুলি বেশি করে পরিবর্তন সম্ভব হবে বলে মনে করেন উদ্যোগতারা। তাই প্রতি বছর জালসার আয়োজন করা হয়।