মালদায় দেওয়াল লিখন শুরু

নতুন গতি,মালদা ৪ফেব্রুয়ারি: নির্বাচনের এখনো দিনক্ষন ঘোষনা হয়নি। প্রার্থী নির্বাচন দূর কি বাত।তার আগেই মালদার চাঁচলে দেওয়াল দখলে রাখতে মাঠে নেমে পড়ল শাসকদল।বৃহস্পতিবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি চাঁচল শহরের একাধিক এলাকায় দেওয়াল দখলে নামে।আর এই দেওয়াল লিখনকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির তরজা।

    এদিন দেওয়াল লিখন শুরুতে চাঁচল-১ নং ব্লকের আইএনটিটিইসির সহ সভাপতি টিঙ্কু আলি বলেন,চাঁচল এলাকার সর্বত্রই দেওয়াল লিখন শুরূ হয়েছে।তিনি আরোও দাবি করে বলেন,রাজ‍্যে তৃতীয় বারের মতো মমতা ব‍্যানার্জী মসনদে বসবে।এবং চাঁচলেও ঘাসফুল ফুঁটবে বলে আক্ষেপের সূরে বলেছেন টিঙ্কু আলী।

    বিজেপি চাঁচলে শুধু না রাজ‍্যেও এবার আসছে এমনটাই সূর চড়িয়ে বললেন মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম।চাঁচলের মানুষ বুঝতে শিখেছে,পদ্মফুলের বোতামেই টিপ দিবে সবাই বলে দাবি করে বলেন বিজেপির দীপঙ্কর রাম।

    উল্লেখ‍্য মালদা জেলায় বিগত বিধানসভায় ১২ টি আসনে তৃণমূল একটিও আসন পায়নি।এবার মালদায় শাসক শিবিরের নেতৃত্বদের জোর তৎপরতা দেখা যাচ্ছে সব বিধানসভায়।
    ভোটের আগে কোথাও দেওয়াল লিখন কোথও জনসভা ও প্রচার।
    এবার মালদায় কতটা সাফল‍্য মিলবে তৃণমূলের সেটাই এখন দেখার বিষয়।