|
---|
সংবাদদাতা : ধনিয়াখালি, হুগলী, গ্রামীন শিল্প নিকেতনের উদ্যোগে ও হিমাদ্রী স্পেসাইলিটি কেমিক্যালস কোম্পানীর সহযোগিতায় আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে গরিব দুঃখী অসহায় মহিলাদের বস্ত্রদান হয়ে গেল। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক নৌসাদ মল্লিক ও কোষাধক্ষ রাজেকা, পিয়ালী মল্লিক, রাজু ভট্টাচার্য্য, রুহুল আমিন মন্ডল, শেখ সেলিম মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন মুসকান ও আয়াত।