|
---|
শেখ সিরাজ,হুগলী : ২১ অক্টোবর বৃহস্পতিবার হুগলী জেলার ধনিয়াখালি ব্লকের মামুদপুর রাসমেলা প্রাঙ্গণে মামুদপুর তরুণ সংঘের পরিচালনায় ৭৮ তম রাসযাত্রা উৎসবে ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যায়ে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার স্বরূপ সাধু ,সংবাদিক ও কবি শেখ সিরাজ, জোন চেয়ার পার্সন লায়ন সোমনাথ চক্রবর্তী, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি শুভাশিস মুখার্জী ,সহ সভাপতি দীপক শিকলী, লায়ন নব কুমার কোলে, কোষাধ্যক্ষ কাজল কুমার কোলে প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রামহরি চক্রবর্তী, শরণ্য চক্রবর্তী, দিব্যেন্দু লোহার,হারাধন দত্ত প্রমুখ।এই রক্তদান শিবিরে ৯ জন মহিলা সহ ৬০ জন রক্তদান করেন।বিশেষ উল্লেখ্য ,১৯ অক্টোবর মামুদপুর রাসমেলা প্রাঙ্গণে ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রায় ১০০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। জোন চেয়ার পার্সন লায়ন সোমনাথ চক্রবর্তী জানান,এই সংগঠন প্রতি বছর বিভিন্ন জায়গায় রক্তদান ও স্বাস্থ্য শিবির ছাড়াও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে।এই রক্তদান শিবিরকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
________________________
*শেখ সিরাজ। ধনিয়াখালি।হুগলী।মোবাইল – ৭৬৭৯৫৭৮৪৪৮*