ধনিয়াখালী মিশ্র তলায় সুরসপ্তকের মনোরম উচ্চাঙ্গসংগীত সন্ধ্যা

শেখ সিরাজ : ধনিয়াখালী মিশ্র তলায় সুরসপ্তকের পরিচালনায় ১৪ ই ডিসেম্বর শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে এক মনোজ্ঞ উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পন্ডিত সন্দীপন সমাজপতি, সুপ্রতিক সেনগুপ্ত, ডঃ তন্ময় পাল, সুরভী ব্যানার্জী, পন্ডিত হিরন্ময় মিত্র, কৃশানু ঘোষ, কুমুদ রঞ্জন সাঁতরা, পার্থ মল্লিক , অভিজিৎ দাস প্রমুখ। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন অমিত ভট্টাচার্য । প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট তবলা বাদক অঞ্জন মুখার্জি। এরপর পরম আচার্য গুরু জ্ঞান প্রকাশ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন সঙ্গীত অনুরাগী চঞ্চল কুমার বসু রায়। এর সঙ্গে গুরু বন্দনা করে ছোট্ট প্রাপ্তি মল্লিক। সরস্বতী বন্দনা করেন সম্প্রিতি চ্যাটার্জী এবং কোয়েল ভৌমিক। এরপর সুরসপ্তকের কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এলাকার বিশিষ্ট তবলা বাদক ধনঞ্জয় দাস- কে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্পীরা তাঁদের সঙ্গীত তুলে ধরেন। পন্ডিত সন্দীপন সমাজপতি এবং পার্থ মল্লিকের ইমন রাগের উপর যুগলবন্দী সকলের মন ভরিয়ে দেয়। সমস্ত অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করতে সাহায্য করেন সুরসপ্তকের সমস্ত সদস্য ও সদস্যরা। এই সুন্দর মনোরম উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠানটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উন্মাদনা ছিল চোখে পরার মত।