ধনিয়াখালিতে বাস দুর্ঘটনা ,আহত ১৫

নিজস্ব সংবাদদাতা : সোমবার বিকালে ধনিয়াখালি থানার নেলোর পাড় গ্রামের চুঁচুড়া তারকেশ্বর রুটের একটি প্রাইভেট যাত্রীবাহী বাস উল্টে যায় । এই দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন । পুলিশ এবং স্থানীয় গ্রামবাসীগণ আহত যাত্রীদের সঙ্গে সঙ্গে ধনিয়াখালি রুরাল হসপিটালে নিয়ে যান ।প্রাথমিক চিকিৎসার পর আহত যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে যে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে । পুলিশ ঘাতক বাসটি এবং তার ড্রাইভারকে আটক করেছে । নির্দিষ্ট আইনে কেস ধনিয়খালি থানায় রজু হয়েছে। তদন্ত আরম্ভ হয়েছে ।