|
---|
ধনপোতা বাজার আল আমিন মিশনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী আবদুল হান্নান সাহেব বসিরহাট কোট । তিনি বলেন শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না । শিক্ষাই জাতির মেরুদণ্ড । এছাড়া উপস্থিত ছিলেন উক্ত মিশনের সম্পাদক মাওলানা মোখ্তার মোল্লা । তিনি বলেন আমরা আমাদের পিছিয়ে পড়া জাতির সন্তানদের আদর্শবান ও সুনাগরিক এবং সুশিক্ষিত করার লক্ষে এই মিশন আগামী দিনে চেষ্টা চালিয়ে যাবে ইনঃ ।আরো উপস্থিত ছিলেন মাহাবুবার রহমান, আবু হোসেন, রফিকুল ইসলাম, সাইরুল ইসলাম সকলে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা করার কথা বলেন ।