ধানের চারা ভাঙ্গা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো জামালপুরের নবগ্রাম এলাকায়।

বাপি : ধানের চারা ভাঙ্গা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সুরজিৎ মজুমদার নামে এলাকার এক প্রভাবশালী ব্যক্তির জমি দীর্ঘ দিন ধরে চাষ করে আসছেন দিলীপ কুমার ঘোষ নামে এক বর্গা চাষী। তিনি জানান তার নামে বর্গা রেকর্ড হয়ে আছে গত শুক্রবার সকালে তিনি জমিতে ধান গাছের চারা বপন করলে দুপুর বেলা ওই জমির মালিক তার লেথেল বাহিনী নিয়ে ধান গাছের চারা জোর করে উপরে দেন এ নিয়ে গ্রামের লোকজন নিয়ে দিলীপবাবু স্থানীয় প্রশাসনের দারস্থ হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনরূপ ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন ঘটনার সময় তিনি ছিলেন না কিন্তু বিষয়টিতে আর অবগত আছে যিনি কাজটি করেছেন তিনি খুব অন্যায় করেছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। স্থানীয় কয়েকটি চাষীদের সঙ্গে কথা বললে প্রত্যেকেই বক্তব্য কাজটি অন্যায় হয়েছে, যাতে শাস্তি পায় তার দাবি করেছেন এলাকাবাসী।