ধারাবাহিকতা বজায় রেখেই এবারও নজরকাড়া সাফল্য মামূন ন্যাশনাল স্কুলের

নিজস্ব সংবাদদাতা : বিগত বছর গুলির ন্যায় এবারও মাধ্যমিক পরীক্ষায়ও মামূন ন্যাশনাল স্কুলের দুই শাখার ছাত্র -ছাত্রীরা সকলেই চমকপ্রদ ফলাফল করেছে। উল্লেখ্য এবছরে উভয় শাখার মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ৯৩জন। এরা সকলেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে স্টার মার্কস সহ বা ৭৫% ও তার অধিক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে ৭০ জন। ৯০% ও তার অধিক নম্বর পেয়েছে ১৭ জন, ৮৫% ও তার অধিক নম্বর পেয়েছে ৩৬জন, ৮০% ও তার অধিক নম্বর পেয়েছে ৪৯জন পেয়েছে। এদের মধ্যে মেমারি বালক শাখার সেখ মিরাজুল উল্লেখযোগ্যভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তার সামগ্রিক প্রাপ্ত নম্বর ৬৬৩(৯৪.৭১%) এবং বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলা -৯৭,ইংরেজি -৯০,গণিত -৯৫, ভৌতবিজ্ঞান -৯১, জীবনবিজ্ঞান -৯৪,ইতিহাস -৯৭, ও ভূগোল -৯৮।এছাড়াও স্কুলের অপরএক ছাত্র সাহিল আকরাম সর্বমোট ৬৬১ নম্বর (৯৪.৪২%), পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলা- ৯৬, ইংরেজি-৯৮,গণিত -৯৯, ভৌতবিজ্ঞান -৯২,জীবনবিজ্ঞান -৮৫, ইতিহাস -৯৭, ও ভূগোল -৯৬। অপরদিকে পানাগড় বালিকা শাখার সর্বোচ্চ নম্বর পেয়েছেন সীমা সুলতানা। তার সামগ্রিক প্রাপ্ত নম্বর ৬৫৯(৯৪.১৪%) এবং বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলা -৯৭,ইংরেজি -৯০,গণিত -৯৫, ভৌতবিজ্ঞন-৯০, জীবনবিজ্ঞন-৯৩, ইতিহাস -৯৬,ভূগোল -৯৮। পাশাপাশি এই শাখার আর এক ছাত্রী মাসুদা খাতুন সর্বোচ্চ নম্বর ৬৫৫(৯৩.৫৭%) পেয়ে স্কুলের শ্রীবৃদ্ধি করে সাফল্যমণ্ডিত করছে। এরা সকলেই জ ডি চ্যারিটেবল সোসাইটি আর্থিক সহযোগিতা পড়াশোনা করছে। সার্বিক এই সাফল্য বিদ্যালয় কতৃপক্ষ, শিক্ষক -শিক্ষিকা বৃন্দ, ছাত্র -ছাত্রীদের পরিবার পরিজন ও এলাকাবাসী সকলেই অত্যন্ত খুশি। জনাব মোস্তাক হোসেন সাহেবের জি ডি চ্যারিটেবল সোসাইটি আর্থিক সহায়তা এই উজ্জ্বল ছাত্র -ছাত্রীরা এখানেই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে।