|
---|
আসমা খাতুন,বর্ধমান : দক্ষিণ দামোদরের রায়নার ধারান গ্রামে এক সম্প্রীতির ক্লাব ধারান বুড়ো পীর প্রগতি সংঘ ।সেই ক্লাবের সম্পাদক সুরজিৎ কর্মকার কে কোলকাতায় তপন থিয়েটার হলে সমাজ রত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় । আলো ট্রাস্টের তরফ থেকে এই সম্মান প্রদান বলে জানা গেছে । করোনা কালে বহু মানুষের পাশে দাঁড়ানো ,বৃক্ষ রোপন ,সম্প্রীতি স্থাপন প্রভীতি ক্ষেত্রে উল্লেখ যোগ্য অবদান রেখেছেন ।এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডি আই জি কঙ্কর প্রসাদ বারুই ,অন্তজাতিক খ্যাতি সম্পূর্ণ জাদুকর জুনিয়র পি সি সরকার ,প্রফেসার মৃগাঙ্ক ব্যানার্জি সহ অনেক বিশিষ্ট অতিথি। সমাজরত্ন সম্মান পেয়ে সুরজিৎ কর্মকার বলেন পুরস্কার পেয়ে আরো উদ্বুদ্ধ হলাম । আরো কাজ করতে হবে সমাজ কে এগিয়ে নিয়ে যেতে সবাই মিলে কাজ করবো। হুগলির বাতালন এ জন্ম গ্রহণ করা সুরজিৎ কে ছোট বেলা থেকেই বিপদে আপদে মানুষ কাছে পান । বিপদের বন্ধু হিসাবে গোটা এলাকায় পরিচিত আছেন সুরজিৎ কর্মকার । এই পুরস্কারে গোটা এলাকায় খুশির ছোয়া ।