|
---|
আর এ মণ্ডল-(ইন্দাস)- : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুমরুল গ্রামে সম্প্রতি-১৪ অক্টোবর জেলা দ্বীনিয়াত সেন্টারের উদ্যোগে কুমরুল দ্বীনিয়াত মুনাযযম মক্তবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল শিক্ষার্থীদের বার্ষিক প্রতিযোগিতা।বাদ যোহর থেকে রাত্রি পর্যন্ত মক্তবের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান সম্পন্ন হয়। অতঃপর দ্বীন ধর্ম বিষয়ক জালসা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন হাফিজ কারী ইয়াসিন এবং স্থানীয় আলেমগণ।আশি জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও অনুষ্ঠানের স্মারক পত্র তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন কুমরুল নিয়ামত দানিশ মুনাযযাম মক্তবের মুআল্লিম (শিক্ষক) হাফিজ রবিউল ইসলাম, ময়রাপুকুর মাদ্রাসার সম্পাদক ক্বারী মুহিব্বুল্লাহ,ধরাবাড়ি মুনাযযাম মক্তবের মুআল্লিম মাওলানা উসামা,কুম্ভস্থল মাদ্রাসার শিক্ষক ক্বারী আমির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমরুল মুনাযযাম মক্তবের জিম্মাদার মাহফুজুল করিম, সেখ লালন, ওলিউর মন্ডল,হাফিজ ফারুক আব্দুল্লাহ, মাওলানা শফিক মাওলানা মহম্মদ আলি এবং মাওলানা মতিউর রহমান প্রমুখ।