ধর্মঘটের সমর্থনে মেমারিতে বিক্ষোভসভা

নূর আহামেদ,মেমারি, ১০ মার্চ ২০২৩ : অবিলেম্বে বকেয়া সমস্ত ডি এ প্রদান, শূন্য পদগুলিতে দ্রূত স্বচ্ছ নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণে দাবিতে রাজ্যজুড়ে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শিক্ষক ও কর্মচারী সমূহের যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে সরকারী অফিস,আদালত,স্কুল-মাদ্রাসা-কলেজ- বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্ষেত্রে সরকারী কর্মচারীদের ধর্মঘট চলেছে। এতে সামিল হয়েছে সরকার কর্মচারীদের সংগঠন রাজ্য-কোঅর্ডিনেশন কমিটি, শিক্ষক সংগঠন এবিটিএ, এবিপিটিএ সহ ১২ ই জুলাই কমিটির বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ক্ষেত্রের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সংগঠন।এই ধর্মঘটেকে সামনে রেখে শুক্রবার মেমারি মেমারি সমষ্টি উন্নয়ন অফিসের সামনে একটি বিক্ষোভসভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা পীযূষ বিশ্বাস, কালু রায়, জয়দেব ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বামনেতা অভিজিৎ কোঙার। বক্তারা সকলেই মুখ্যমন্ত্রীর কাছে সরকারী কর্মচারীদের ডিএ -এর ন্যায্য পাওনা দাবী করেন।

    এদিন বিডিও অফিস চত্বর কার্যত বনধের চেহারা নিয়েছিল। কর্মীরা কর্মবিরতি পালন করে।