“ধর্মতলা চলো” কর্মসূচিতে নিজ হাতে দেওয়াল লিখন শুরু করলেন মথুরাপুরের সাংসদ!

নুরউদ্দিন, মথুরাপুর : ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূল কংগ্রেস জোরদার প্রচার শুরু করেছে রাজ্য জুড়ে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে “ধর্মতলা চলো” স্লোগানকে সামনে রেখে এবার নিজে দেওয়াল লিখনে অংশ নিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার।

    শনিবার মথুরাপুরের দেবীপুর এলাকায় দলের কর্মীদের নিয়ে দেওয়াল লেখার কাজ শুরু করেন তিনি। হাতে তুলি ও রং তুলে নেন সাংসদ নিজে, দলের বার্তা ও শহিদ দিবসের গুরুত্ব তুলে ধরেন দেওয়ালে। স্লোগান ওঠে— “২১ জুলাই ধর্মতলা চলো”, “মমতা মানেই উন্নয়ন”, “শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই”।

    এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানবেন্দ্র হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ও প্রচুর কর্মী-সমর্থক। এলাকায় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

    সাংসদ বাপি হালদার বলেন, “২১ জুলাই আমাদের আত্মমর্যাদার দিন। শহিদদের স্মরণে, জনসংযোগ বাড়াতে এবং দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা নেমেছি মাঠে। দেওয়াল লিখন তারই প্রতীক।”

    দেবীপুরে এই দেওয়াল লিখনের মাধ্যমে স্পষ্ট, ২১ জুলাইয়ের আগে মাটির টানেই সংগঠনের ভিত আরও মজবুত করতে চাইছে তৃণমূল।