ধসা শরীফে ইসালে সওয়াব 

নিজস্ব সংবাদদাতা:   আব্বাসীয়া ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় হজরত মহঃ ফজলে এলাহী আব্বাসী সাহেবের ইসালে সওয়াব অনুষ্ঠিত হল হাওড়া জেলার ধসা শরীফে। অনুষ্ঠানটি আব্বাসীয়া তালিমুল কুরআনের ছাত্রদের কুরআন তেলাওতের মাধ্যমে শুরু হয়। তারপরই তালিমুল কুরআনের দুই শিক্ষক বিখ্যাত কারী হাফেজ সামিরুল হক ও হাফেজ সাইফুল হক সাহেবের অসাধারণ তেলাওত যা সাধারণ মানুষকে মুগ্ধ করে দেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত বক্তা হাফেজ মৌলানা নিয়ামাতুল্লাহ নোমানি সাহেব।

    আন্তর্জাতিক স্তরে দিকে দিকে দ্বীনের খেদমত ও সমাজ সেবা করার জন্য ধসা শরীফ আব্বাসীয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মহঃ ইউশা আব্বাসী ওনার হাতে শুভেচ্ছা বার্তা ও সংগঠনের আজীবন সদস্যপদ তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলানা ফজলুল বাকি আব্বাসী সাহেব, সাঈদ কাজী, দানিশ আখন্দ, পীরজাদা মাসুম আব্বাসী, পীরজাদা সাহিল আব্বাসী, পীরজাদা জুবায়ের সিদ্দিকি প্রমুখ।

    অনুষ্ঠানটি হজরত পীর হাফেজ মহঃ জহিরুল হক সিদ্দিকী সাহেবের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।