|
---|
নিজস্ব সংবাদদাতা :মঙ্গলবার কোয়ালিফায়ার ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিল চেন্নাই ও গুজরাট। চেন্নাই দুর্দান্ত খেলে গুজরাটকে ১৫ রানে হারিয়ে দিল।
গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এদিন টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেন। এদিন দুর্দান্ত ব্যাটিং করেন ঋতুরাজ ৬০ রান, এছাড়া কনওয়ে ৪০ রান। শেষ পর্যন্ত চেন্নাই কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চেন্নাই স্পিনারদের সামনে কিছুটা চাপে ছিল গুজরাট
। গিল ৪২ রান কিছুটা প্রতিরোধ গঠন করার চেষ্টা করেন। তবে গিল আউট হতেই ম্যাচ অনেকটা চেন্নাই এর কাছে ঝুঁকে পড়ে। এরপর বিজয় শংকর ও রশিদ খান শেষের দিকে গুজরাট কে জেতানোর মরিয়া প্রচেষ্টা চালান। রশিদ খান করেন ৩০ রান, তবে কোন প্রতিরোধ কাজে আসে নিশ্বাস পর্যন্ত চেন্নাই ম্যাচ জিতে নেয় ১৫ রানে।