|
---|
মহঃ মুস্তাকিম মন্ডল,ধনিয়াখালি : ৩০অক্টোবর, রবিবার ধনিয়াখালি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয়নীতি বিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিকাল ৪-ঘটিকায় মান্দাড়ার গড়বাড়ি হইতে তালশাড়ি সিনেমা তলা পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করা হয়েছিল এবং মিছিল শেষে পথ সভার আয়োজনও করা হয়েছিল।উক্ত মিছিলে বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনা,বকেয়া টাকা না দেওয়া, কেন্দ্রীয় এজেন্সীর অপব্যবহার,পেট্রোল, ডিজেল, কেরোসিন গ্যাসসহ বিভিন্ন পেট্রোপণ্যের ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের নিত্যদিন মূল্যবৃদ্ধির কথা তুলে ধরে প্রতিবাদে সামিল হয়েছিল মান্দাড়া অঞ্চলের সমস্ত বুথের সমস্ত শাখা সংগঠনের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ।এছাড়া মিছিলে যোগ দিয়েছিলেন ধনিয়াখালী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ঘোষ মহাশয়,সহসভাপতি মহম্মদ মহসিন মন্ডল মহাশয়,পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক মহাশয়া এবং স্থানীয় প্রধান ইলিয়াস মন্ডল মহাশয়, মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সইদুল ইসলাম সরকার মহাশয়, মান্দাড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ সরফরাজ সহ অঞ্চল নেতৃত্ববৃন্দ।