|
---|
নিজস্ব প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুগলি জেলার ধনিয়াখালির সুরভি পাঠাগার প্রাঙ্গণে ‘ধনেখালির কলম’ পত্রিকার প্রথম আত্মপ্রকাশ করল। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনেখলির কলমের স্থায়ী সভাপতি বিশ্বনাথ মুখার্জি ও প্রধান অতিথির আসন অলংকৃত করেন নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক। স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক অমিয়া বন্দ্যোপাধ্যায়। সম্মানীয় অতিথি ছিলেন সাংবাদিক সাহিত্যিক নৌশাদ মল্লিক, গল্পকার আব্দুল মান্নান, সাংবাদিক বিদ্যুৎ ভৌমিক, ‘কানন’ পত্রিকার সম্পাদক সন্ধ্যা রঙ, মদন ঘোষ ও রাসমণি ব্যানার্জি প্রমুখ। নৃত্যশিল্পী দেবলীনা গুহর পরিচালনায় ‘নটরাজ অ্যাকাডেমি’র শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। কবিতা পাঠ করেন কবি সেখ সিরাজ, দীপ্তি চক্রবর্তী, সুস্মিতা দাস ও বন্দনা মালিক প্রমুখ । এছাড়াও বক্তব্য রখেন গল্পকার ভাস্বতী ব্যানার্জি, অধ্যাপক ড. দীনবন্ধু কুণ্ডু, ঔপন্যাসিক জারিফুল হক, শুভেন্দু হালদার, পার্থ পাল ও শিবরাম মোহান্ত প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কবি সেখ সিরাজ ও গল্পকার স্বপন হালদার। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ‘ধনেখালির কলম’ পত্রিকার সহ-সম্পাদক জারিফুল হক।