|
---|
দিল্লিতে ধর্ম জানতে চাওয়া হল সাংবাদিকদের, নাম বলায় জয় শ্রীরাম ধ্বনী তুলেই গুলি
নতুন গতি প্রতিবেদক:
দিল্লিতে ধর্ম জানতে চাওয়া হল সাংবাদিকদের, নাম বলায় জয় শ্রীরাম ধ্বনী তুলেই গুলি।খবর সংগ্রহ করতে গিয়ে এমনটাই শিকার হল তিন ভিন্ন সাংবাদিক। গুলিবদ্ধ অবস্থায় পরে থাকলেও পুলিশ এগিয়ে আসেনি বলে অভিযোগ। পরে ছুটোছুটি স্থানীয়দের তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।